News update
  • Mirpur garment factory, chemical godown fire kills 9     |     
  • Garbage pile turns Companiganj Bazar into an unhygienic town     |     
  • Put 'old feuds' aside for a new era of harmony in ME: Trump     |     
  • Rivers are Bangladesh's lifeblood, Rizwana at UN Water Convention      |     
  • UN Releases $11 Million for Gaza Aid Amid Fragile Hope     |     

হার্টের অসুখ থাকলে ডার্ক চকলেট কতটা উপকারী?

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-10-14, 7:08am

erterwer3w-7d6dbc8c18cc2ccf384889ddc9c8d90c1760404098.jpg




হার্টের অসুখ থাকলে ডার্ক চকলেট পরিমিতভাবে খাওয়া উপকারী হতে পারে—তবে শর্ত হলো যেন এটি ৭০% বা তার বেশি কোকোযুক্ত, কম চিনি এবং কম ফ্যাটযুক্ত হয়।

দেখে নিন ডার্ক চকলেটের উপকারিতা-

১. রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক: ডার্ক চকলেটে থাকা ফ্ল্যাভোনয়েড রক্তনালী শিথিল করে রক্তচাপ কিছুটা কমাতে পারে।

২. বিঘ্নিত রক্তসঞ্চালন উন্নত করে: এটি রক্তনালীর ইলাস্টিসিটি বাড়িয়ে হার্টে রক্তপ্রবাহ ভালো রাখে।

৩. খারাপ কোলেস্টেরল কমাতে সহায়ক: ডার্ক চকলেটের উপাদানগুলো HDL (ভালো কোলেস্টেরল) বাড়াতে এবং LDL অক্সিডেশন কমাতে পারে।

৪. অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ: হার্টের ক্ষয়, প্রদাহ এবং ধমনী সংকোচন রোধে কিছু ভূমিকা রাখে।

৫. স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে: কর্টিসল কমিয়ে পরোক্ষভাবে হৃদ্‌স্বাস্থ্যের সহায়ক হতে পারে।

কতটা পরিমাণে খাওয়া নিরাপদ?

১. হার্টের রোগী হলে সাধারণত: প্রতিদিন ১০–২০ গ্রাম (১–২ ছোট টুকরো) যথেষ্ট।

২. এর বেশি খেলে উল্টো চিনি, ক্যালোরি ও ফ্যাটের কারণে ওজন, সুগার এবং হৃদ্‌স্বাস্থ্যে সমস্যা তৈরি করতে পারে।