News update
  • IAEA Chief Calls for Renewed Commitment to Non-Proliferation     |     
  • UN Aid Chief Warns Humanitarian Work Faces Collapse     |     
  • Arab-Islamic Summit yields limited action over Israeli strike on Doha     |     
  • National Consensus Commission term extended till October 15     |     
  • EU Helping BD prepare for free, fair elections: Envoy Miller     |     

ভোজ্যতেল আমদানিতে দিতে হবে ১ শতাংশ উৎসে কর

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-09-16, 7:24am

ab7936cd112c5f77a95f8f2b226d42ea23d70a4a937397e5-a4e568fe0c80648f2c37aa9d95d38a441757985864.jpg




সয়াবিনসহ সব ধরনের ভোজ্যতেল আমদানিতে ১ শতাংশ উৎসে কর নির্ধারণ করেছে সরকার। এর আগে এসব পণ্যের ওপর কোনো উৎসে কর ছিল না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (করনীতি) এ কে এম বদিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন, সানফ্লাওয়ার বীজ ও তেল, পাম তেল এবং ভুট্টার তেল আমদানির ক্ষেত্রে এখন থেকে ১ শতাংশ হারে উৎসে কর পরিশোধ করতে হবে।

এর আগে সরকার সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে অগ্রিম কর ও ভ্যাট থেকে ছাড় দিয়েছিল। তবে এবার উৎসে কর আরোপের ফলে আমদানি ও পরিশোধন খরচ বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে গত আগস্টে সরকার পাম তেলের দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করে। তবে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকায় অপরিবর্তিত রয়েছে। নতুন উৎসে করের প্রভাব এই দামের ওপর কতটা পড়বে, তা এখন দেখার বিষয়।