News update
  • Dhaka’s air quality unhealthy for sensitive groups Tuesday morning     |     
  • Sunamganj farmers worry over fair prices for Boro paddy     |     
  • Pope Francis was a source of controversy, spiritual guidance in Argentina     |     
  • Four Rare Snow Leopards Spotted on Pakistan’s Northern Peaks     |     
  • Gold becomes pricier than ever in Bangladesh      |     

কাঁচা কাঠালের উপকারিতা

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-04-17, 8:01am

170fbc13b016df6637df493a4a6970285ce53d4a2d5d492e-a13234afa442d86b75b7518dcbcca9be1744855304.jpg




কাঁচা কাঠাল শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। এটি “গাছের মাংস” নামেও পরিচিত, কারণ রান্নার পর এটি অনেকটা মাংসের মতই টেক্সার দেয়। নিচে কাঁচা কাঠালের কিছু স্বাস্থ্য উপকারিতা দেয়া হলো।

জেনে নিন কাঁচা কাঠালের উপকারিতা-

১. উচ্চ ফাইবার সমৃদ্ধ

২. হজমে সহায়তা করে

৩. কোষ্ঠকাঠিন্য কমায়

৪. রক্তে চিনি নিয়ন্ত্রণে সহায়ক

৫. ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী (কম গ্লাইসেমিক ইনডেক্স)

৬. ওজন কমাতে সাহায্য করে

৭. কম ক্যালরি ও উচ্চ ফাইবার হওয়ায় দীর্ঘক্ষণ পেট ভরা রাখে

৮. হার্টের স্বাস্থ্য ভালো রাখে

৯. পটাসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে

১০. ইমিউন সিস্টেম শক্তিশালী করে

১১. ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে

১২. আঁশযুক্ত খাবার হিসেবে অন্ত্রে উপকারী

১৩. অন্ত্রের গঠন ভালো রাখে ও টক্সিন বের করতে সাহায্য করে

১৪. কোলেস্টেরল কমাতে সাহায্য করে

১৫. ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট এর সংমিশ্রণ লিপিড প্রোফাইল ঠিক রাখতে সাহায্য করে

১৬. ক্যানসার প্রতিরোধে সহায়ক

এতে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস ও অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসার কোষের বৃদ্ধি রোধে সাহায্য করতে পারে। সময়।