News update
  • Exporters to import duty-free raw materials: NBR Chairman     |     
  • Gaza aid flotilla activists say second boat hit by suspected drone     |     
  • Shibir-backed candidates win top DUCSU posts with big margin     |     
  • Female dorm Ruqayyah Hall comes up for Shibir this time      |     
  • Bangladesh 2024, Nepal 2025: Youth Movements Force Leaders Out     |     

রাজধানীতে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, কুপিয়ে জখম

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-09-04, 6:12am

e0e859346b97162aaf3e73fccc89abb08a83c1d88f059a27-bf746f2a16460d863542eda205573ffc1756944736.jpg




রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুপিয়ে জখম করা হয়েছে বেশ কয়েকজন পরিবহনকর্মীকে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পুর অভিযোগ, রাত আনুমানিক ১১টায় বিল্লাল হোসেন তালুকদারের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল মালিবাগের কাউন্টারে ধারালো অস্ত্র নিয়ে হামলা ও কুপিয়ে জখম করে। এ ঘটনায় পরিবহনটির ১০ থেকে ১২ জন কর্মী আহত হয়েছেন।

চিকিৎসার জন্য আহতদের পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ধুমপান নিয়ে কথাকাটাকাটির জেরে হঠাৎ এই হামলা হয়ে থাকতে পারে। হুটহাট কিছু লোক এসে কিছু বুঝে ওঠার আগেই হামলা করে বেশ কয়েকজনকে কোপাতে থাকে।

পরিবহন কর্তৃপক্ষ জানায় তাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিরোধ নেই। পরিবহনকর্মীদের আঘাত করা হলেও বাসে ওঠার অপেক্ষায় থাকা যাত্রীরা নিরাপদে রয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার (এসি) মাজহারুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ। পাশাপাশি প্রাথমিক অভিযোগ সংগ্রহ করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।