News update
  • Body of Osman Hadi Returns to Dhaka From Singapore Late     |     
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     

নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কারের সুপারিশ বাস্তবায়নের বিকল্প নেই: প্রধান উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-05-01, 2:42pm

147c181072748ce328fac321b65edc7f72538933a9ce4c5a-7511bc6f81c17971bf1b7440fd308ec01746088927.jpg




নতুন বাংলাদেশ গড়তে শ্রমিক-মালিক সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১ মে) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।  

অধ্যাপক ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ততক্ষণ পূরন হবে না, যতক্ষণ শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতো থাকবে। এবারের ১ মে ভিন্ন, অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে আয়োজন করার সুযোগ হয়েছে।

শ্রমিকদের অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, সব পক্ষের মতামত নিয়ে শ্রম সংস্কার কমিশন সুপারিশ তৈরি করেছে। নতুন বাংলাদেশ গড়তে হলে এটা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

‌‘সংস্কার আর কিছুর হোক বা না হোক, শ্রম সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন হলেই নতুন বাংলাদেশের ভিত্তি রচিত হবে’, যোগ করেন তিনি।  

জুলাই অভ্যুত্থানের পর এবারের ১ মে নতুন বার্তা নিয়ে হাজির হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, একটি জাতির অগ্রগতির মূলে রয়েছে পরিশ্রমী শ্রমিক ও দায়িত্বশীল মালিক শ্রেণি। দেশকে নতুন করে গড়ে তুলতে হলে মালিক-শ্রমিক ঐক্য গড়তে হবে।

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার বলেও জানান তিনি।

অনুষ্ঠানে শ্রমিকদের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সময়।