টানা মৃদু তাপপ্রবাহে অতিষ্ঠ রাজধানীবাসীকে স্বস্তি দিলো বৃষ্টি। ধূলিঝড়ের পর নেমেছে এই স্বস্তির বৃষ্টি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। থেমে থেমে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। যদিও এর পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর।
বিকেলে রাজধানী বিভিন্ন এলাকার আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই আকাশে গুমোট পরিবেশ এবং ঝড় শুরু হয়। এর পর আশীর্বাদ হয়ে বৃষ্টি নামে। হালকা বৃষ্টি হলেও কিছু সময়ের মধ্যে এসব এলাকার বিভিন্ন সড়ক ভেজা দেখা গেছে। আবার অনেক এলাকায় বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।