News update
  • 18 Killed as Wildfires Ravage South Korea     |     
  • 'Borbaad' gets Certification Board clearance after revisions     |     
  • 3,665 Israeli Crimes in a Week Targeting All Forms of Palestinian Life     |     
  • Rooppur NPP: Turbine installed at the first unit     |     

বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় ৪ মরদেহ উদ্ধার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-03-23, 7:20am

img_20250323_071241-aab0e65810c899c62b6ad402317e9fe01742692816.jpg




মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের নিকট দিয়ে বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময়  রোহিঙ্গা বহনকারী নৌকাডুবির ঘটনায় নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২২ মার্চ) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূল এলাকা থেকে ভেসে আসা রোহিঙ্গাদের মরদেহ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।

তবে এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ আরও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ বিজিবি সদস্য শাহপরীর দ্বীপ বিওপির অধীনে কর্মরত সিপাহী বিল্লাল হোসেন।

এর আগে, শনিবার ভোরে টেকনাফে নৌকাডুবির ঘটনায় নারী, পুরুষ, শিশুসহ ২৫ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, রোহিঙ্গা বহনকারী নৌকাডুবির ঘটনায় ৪ রোহিঙ্গার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় বিজিবির সদস্যসহ আরও বেশকিছু রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, সমুদ্রপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ায় রোহিঙ্গাদের একটি নৌকা ডুবে যায়। নৌকার তলা ফেটে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আরটিভি