রাঙ্গামাটির সাজেক পর্যটন এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার পর গত চার ঘণ্টার চেষ্টায়ও তা নিয়ন্ত্রণে আসেনি।
এ তথ্য নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।
স্থানীয়রা জানান, সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। তবে পানির সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।
একটি রিসোর্টের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
এ বিষয়ে ওসি কানন সরকার বলেন, মুহূর্তেই ছড়িয়ে পড়া এই আগুনে এখন পর্যন্ত ৫০টিরও বেশি বাড়িঘর, রিসোর্ট ও রেস্টুরেন্ট আগুনে পুড়ে গেছে। এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন নেভাতে হেলিকপ্টারের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। আরটিভি