News update
  • Miscreants Launch Attack on Air Force Base in Cox's Bazar: ISPR     |     
  • Munshiganj General Hospital catches fire; no injury reported     |     
  • Dhaka’s air records ‘unhealthy’ on Monday morning     |     
  • Dhaka seeks global pressure on Myanmar for lasting peace     |     
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     

পদত্যাগে শিক্ষার্থীদের ‘আল্টিমেটাম’, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-02-24, 7:33am

ewtwete-6b400adbae93f82092cf0d1a249c80071740360806.jpg




দেশে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। এ বিষয়ে নিজেই কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ মোকাবিলায় সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, সেসব বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এসময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উল্লেখ করে, বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার নজরে এসেছে কি না জানতে চান একজন সাংবাদিক। জবাবে মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার এই পদত্যাগের ব্যাপার আজকে তো প্রথম না। তারা আমাকে যে কারণে পদত্যাগ করতে বলে, সেই কারণগুলো যদি আমি উন্নতি করে দিতে পারি তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন ওঠেনা।’ 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তারা চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আমি আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয় সেই ব্যবস্থা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হতে থাকবে।

আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করছে বলেও জানান তিনি। তবে সরকার কোনোভাবেই সেটি হতে দেবে না এবং দিনে দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, আমরা যেভাবে হোক অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করব। দিনে-রাতে যেখানে প্রয়োজন হবে, আমাদের বাহিনী সেখানে যাবে এবং এসব প্রতিহত করবে। আওয়ামী দোসর যারা এসব কাজ করছে, তাদের আমি ঘুম হারাম করে দেবো। এছাড়া আমার বাহিনীকে নির্দেশনা দিয়েছি তারা টহল আরও বাড়াবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো অপরাধ না ঘটে, সেজন্য তারা ব্যবস্থা নেবে।

বাহিনীর সবাইকে এই নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এটা যদি তারা ভালোভাবে কার্যকর করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধেও আমি অ্যাকশন নেব। তাই আপনারা (সাংবাদিকদের উদ্দেশে) দেশবাসীকে আশ্বস্ত করবেন, দিনে দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।’ 

এসময়, দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের কোনো অবস্থায় ছাড় দেয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 

এর আগে, সারা দেশে চুরি, ছিনতাইসহ অপরাধমূলক নানা কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে সমাবেশ করেন।

এসময়, ‘এক দফা এক দাবি’ স্লোগানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বলেন, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে পদত্যাগ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে।