
অপেক্ষার পালা ফুরোবার সময় হয়ে এলো, ঘড়ির কাটায় ৩টা বাজলেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। নানা শঙ্কা, বিতর্ক কাটিয়ে নতুনত্বের বার্তা দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএলের এবারের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটান্স আর রাজশাহী ওয়ারিয়র্স।
বিপিএলের সিলেট পর্ব মাঠে বসে দেখতে হলে গুনতে হবে সর্বনিম্ন ২০০ আর সর্বোচ্চ ২ হাজার টাকা। বিপিএলে উন্মাদনা তো আর শুধু গ্যালারিতেই আটকে থাকে না। দেশের কোটি ক্রিকেট প্রেমী তাকিয়ে থাকেন টেলিশন কিংবা মোবাইলের স্ক্রিণে। প্রশ্ন হলো- তারা কিভাবে দেখবেন খেলা।
বাংলাদেশ থেকে টেলিভিশনে খেলা দেখা যাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। বিপিএলের দ্বাদশ আসরের টেলিভিশন স্বত্ত্ব পেয়েছে দুইটি চ্যানেল। অনলাইনে খেলা যাবে ট্যাপম্যাড অ্যাপ-এ।
পাকিস্তানে টেলিভিশনে খেলা সম্প্রচার করবে এ স্পোর্টস। অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাড, তামাশা, মাইকো অ্যাপ-এ। ভারতে শুধু মাত্র ফ্যানকোড এ।
গত কয়েক আসরে বিপিএলের সম্প্রচার নিয়ে দর্শকদের মাঝে ক্ষোভ ছিল অনেক। সমালোচনার তীর ছিল সম্প্রচারকারী প্রতিষ্ঠান রিয়াল ইম্প্যাক্টের দিকে। সেখানে পরিবর্তন এসেছে এবার। নতুন করে বিপিএল সম্প্রচারের দায়িত্বে পেয়েছে টিপিটি নামক প্রতিষ্ঠান।
ইতোমধ্যে দামী প্রযুক্তির সব ক্যামেরা সেটআপ নিয়ে এসে ভালো মানের সম্প্রচারের আশা দেখাচ্ছে তারা। এবারের বিপিএলে দর্শকদের ভালো মানের সম্প্রচার উপহার দিতে চায় বিসিবি।