
আসন্ন বিপিএলের ১২তম আসরে বড় চমক নিয়ে মাঠে নামছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। জনপ্রিয় এই অভিনেতার মালিকানাধীন দল এবার প্রথম ক্রিকেটার হিসেবে জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দলটির একটি নির্ভরযোগ্য সূত্র।
ঢাকা ফ্র্যাঞ্চাইজির এক কর্মকর্তার ভাষ্যমতে, তাসকিনের সঙ্গে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। সব কিছু ঠিক থাকলে আসন্ন বিপিএলে ঢাকার জার্সিতে দেখা যাবে এই টাইগার স্পিডস্টারকে।
এর আগে, সর্বশেষ আসরে ‘দুর্বার রাজশাহী’র হয়ে খেলেছিলেন তাসকিন আহমেদ। সেখানেও কয়েকটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে এবারের আসরে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে না। ফলে সুযোগ কাজে লাগিয়ে তাসকিনকে দলে টেনে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।
প্রথমবার বিপিএলে অংশ নিয়ে মাঠের বাইরে ব্যাপক আলোচনায় আসে শাকিব খানের ঢাকা। গ্যালারিতে শাকিবের উপস্থিতি তখন যেন মেলবন্ধন ঘটিয়েছিল ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মধ্যে। যদিও মাঠের পারফরম্যান্সে তেমন ছাপ রাখতে পারেনি দলটি।
তবে এবার ভিন্ন চিত্র দেখতে চায় ঢাকার সমর্থকরা। প্রথম আসরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শক্তিশালী ও আগ্রাসী দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন শাকিব খান। তাসকিন আহমেদকে দলে ভেড়ানো সেই প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে।
আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। তার আগে চলতি মাসেই অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। যেখানে বাকি দলগুলোও তাদের স্কোয়াড গঠন করবে।