
চলতি বছরের ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এবারের আসরে অংশ নিচ্ছে পাঁচটি দল। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর, আর টুর্নামেন্ট মাঠে গড়াবে ১৯ ডিসেম্বর। ফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাবনা ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সময়সূচি নির্ধারণ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বুধবার গুলশানের নাভানা টাওয়ারে আয়োজিত সভা শেষে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করে বিসিবি। নতুন মালিকানায় থাকছে বেশ কিছু পরিবর্তন। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস রংপুর রাইডার্সের মালিকানা ধরে রেখেছে। চট্টগ্রামের মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহী যাচ্ছে নাবিল গ্রুপের হাতে। সিলেটের ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ক্রিকেট উইথ সামি, আর ঢাকা ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করবে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।
তবে বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল হলেও দলের পুরোনো নাম পরিবর্তন করা যাবে না। এরপরও নতুন মালিকদের আগ্রহে কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।
পাঁচ দলের সম্ভাব্য নামগুলো হচ্ছে:
. রংপুর রাইডার্স (অপরিবর্তিত)
. ঢাকা ক্যাপিটালস (অপরিবর্তিত)
. চিটাগং বুলস (পূর্বের চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি)
. রাজশাহী স্টারস
. সিলেট ইউনাইটেড।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। কয়েক দিনের মধ্যেই নাম ও সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত করা হবে।
বিপিএল ২০২৫ এবার ছোট পরিসরে হলেও থাকছে উত্তেজনা ও চমক। ডিসেম্বর থেকে জানুয়ারির এই মাসব্যাপী আসরে দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের দেখা যাবে এক ছাদের নিচে।আরটিভি