News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-06-26, 7:48am

06b47722e1f05f83729c3003c8c3c822a65acbafcc8234e0-4e776d07da76aeb3d1f42ba0427e10bc1750902494.jpg




তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। ইতোমধ্যে দুই দলের টি-টোয়েন্টি সিরিজের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। বুধবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিন ম্যাচ সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী মাসের ১৬ তারিখ বাংলাদেশে পা রাখবে পাকিস্তান দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২০ জুলাই। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ জুলাই। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২৪ জুলাই। পরের দিন ২৫ জুলাই ঢাকা ত্যাগ করার কথা রয়েছে পাকিস্তান দলের। 

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন আছে শ্রীলঙ্কায়। সিরিজের প্রথম টেস্ট স্বাগতিকদের সঙ্গে ড্র করেছে সফরকারীরা। কলম্বোতে বুধবার (২৫ জুন) দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে মাঠে নেমেছে দু’দল। প্রথম ম্যাচ ড্র হওয়ায় এই ম্যাচ এখন সিরিজ নির্ধারণী।  

শ্রীলঙ্কা থেকে এসে বিশ্রামের জন্য খুব একটা সময় পাবেন না টাইগার ক্রিকেটাররা। অবশ্য টেস্ট দলের অনেকেই থাকবেন না টি-টোয়েন্টি দলে। তাই যারা টি-টোয়েন্টি দলে থাকবেন, তারা দেশে এসেই ব্যস্ত হয়ে পড়বেন অনুশীলনে।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি:

প্রথম টি-টোয়েন্টি - ২০ জুলাই - সন্ধ্যা ৬ টা  

দ্বিতীয় টি-টোয়েন্টি - ২২ জুলাই - সন্ধ্যা ৬ টা 

তৃতীয় টি-টোয়েন্টি - ২৪ জুলাই - সন্ধ্যা ৬ টা