News update
  • More Than 20 Killed in Attack on Tourists in Kashmir     |     
  • BUET to host country's 1st Renewable Energy Festival, Apr 23     |     
  • Gold price outpaces global market, now about Tk2 lakh a bhori     |     
  • $1.97bn remittances received in 1st 21 days of April; up 40%      |     
  • Tarique urges stronger BNP unity as 'enemies' get visible     |     

দ্বিতীয় সেশনে পিছিয়ে গেল বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-04-21, 3:13pm

rterew-18b8b25d026e2b35ed2fb7269a6b00561745226781.jpg

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের দৃশ্য। ছবি : এএফপি



যতটা ভালোভাবে দিনের শুরুটা হয়েছিল, দ্বিতীয় সেশনে তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। উল্টো ২২ রানের লিড নিয়ে দ্বিতীয় সেশন শেষ করেছে জিম্বাবুয়ে। এই সেশনে দলটি ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে তুলেছে ৮০ রান। প্রথম ইনিংসে এখন পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেটে ২১৩। প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছিল ২৯১ রানে।

৩১ রানে ক্রিজে অপরাজিত আছেন নায়াশা মায়াভো। ২ রানে তাকে সঙ্গ দিচ্ছেন ওয়েলিংটন মাসাকাদজা।

জিম্বাবুয়ের লিডে বাড়ছে বাংলাদেশের হতাশা

সিলেট টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছে জিম্বাবুয়ে। প্রথম টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে স্বাগতিক বাংলাদেশকে ছাড়িয়ে গেছে তারা। প্রথম সেশনের হতাশা কাটিয়ে এগিয়ে যাচ্ছে সফরকারীরা। অন্যদিকে, বাড়ছে বাংলাদেশের হতাশা।

৪ উইকেটে ১৩৩ রান নিয়ে আজ সোমবার (২১ এপ্রিল) দ্বিতীয় সেশন শুরু করে জিম্বাবুয়ে। ভরসার প্রদীপ হয়ে ছিলেন শিন উইলিয়ামস। মেহেদী হাসান মিরাজের স্পিনে মাহমুদুল হাসান জয়ের তালুবন্দি হওয়ার আগে অর্ধশতক পূর্ণ করেন উইলিয়ামস, আউট হন ৫৯ রানে। ততক্ষণে ২ রানে এগিয়ে জিম্বাবুয়ে। এর আগে ওয়েসলি মাদেভিরেকে ২৪ রানে বোল্ড করেন খালেদ আহমেদ।

লড়াইয়ের আভাস দিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

প্রথম দিন শেষ হয়েছিল হতাশায়। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে বাংলার ছেলেরা খেলতে পারেনি সামর্থ্য অনুযায়ী। তবে, সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালে আজ ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে তুলেছে জিম্বাবুয়ের ৪ উইকেট।

দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ছিল ৩৮ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান। বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙে দিনের শুরুতে। ১৮ রান করা বেন কারানকে মুমিনুল হকের ক্যাচে পরিণত করেন নাহিদ রানা। ৫৭ রান করে বিপজ্জনক হয়ে ওঠার আভাস দেওয়া আরেক ওপেনার ব্রায়ান বেনেটকেও গতির ঝড়ে পরাস্ত করেন নাহিদ। উইকেটের পেছনে তার ক্যাচ নেন জাকের আলী অনিক।

জিম্বাবুয়ের ব্যাটাররা ঘুরে দাঁড়ানোর আগেই আঘাত হানেন হাসান মাহমুদ। ওয়ানডাউনে নামা নিক ওয়েলচকে (২) বোল্ড করেন হাসান। ৮৮ রানে ৩ উইকেট হারানো জিম্বাবুয়ে এরপর চেষ্টা করেছে থিতু হওয়ার। চতুর্থ উইকেটে ৪১ রানের জুটি গড়েন অধিনায়ক ক্রেইগ আরভিন ও শিন উইলিয়ামস। এমন সময় আবারও দৃশ্যপটে হাজির নাহিদ। জাকেরের ক্যাচ বানিয়ে বিদায় করেন (৮) আরভিনকে।