News update
  • Tk 500cr Drive to Turn Haor Fallow Land Into Farmland     |     
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     

ট্রফি নিয়ে যেভাবে বরিশাল যাবেন তামিম-মাহমুদউল্লাহরা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-02-08, 5:33pm

r24234-1ea676afc573234b75008197dd8d018f1739014429.jpg




গত আসরে ‍কুমিল্লাকে হারিয়ে বিপিএলে প্রথম শিরোপা জয়ের পর লঞ্চে করে ট্রফি বরিশালে নেওয়ার কথা জানিয়েছিলেন মিজানুর রহমান। কিন্তু সেবার নানা জটিলতায় ট্রফিতে সফর করতে পারেননি তিনি। তবে দ্বিতীয় শিরোপা জয়ের পর এই সুযোগ হাতছাড়া করতে চান না দলটির মালিক ও অধিনায়ক তামিম ইকবাল। 

আগামীকাল (রোববার) ট্রফি নিয়ে বরিশালে বরিশালের উদ্দেশ্যে রওনা করবে বরিশালের ক্রিকেটাররা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনাল শেষে এই তথ্য নিশ্চিত করেছেন তামিম ও বরিশালের মালিক মিজানুর রহমান।

তামিম বলেন, আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।

সাধারণত বরিশালের মানুষ লঞ্চে করে ভ্রমণ করতে পছন্দ করে। তাই অনেকেই ধারণা করেছিলেন ট্রফি নিয়ে হয়ত তামিম-মুশফিকরাও লঞ্চে করেই তাদের ঘরে ফিরবেন। কিন্তু জানা যায়, ফ্র্যাঞ্চাইজিটি দুটি ট্রফি নিয়ে বিমানে করে ঢাকা থেকে বরিশালে অবতরণ করবে। 

এ বিষয়ে মিজানুর রহমান বলেন, লঞ্চে করে যাওয়ার মতো সময় আমি পাব না। ক্রিকেটারদের খেলা আছে। আমি একদিন সময় পাব। তাই বিমানে ছাড়া অপশন নেই।

প্রসঙ্গত, বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। ফলে বরিশালের অনেক দর্শক সরাসরি মাঠে বসে তাদের প্রিয় দলের খেলা উপভোগ করতে পারেননি। এবার সেই ভক্তদের কথা ভেবেই বরিশাল সফরের সিদ্ধান্ত নিয়েছে চ্যাম্পিয়নরা। আরটিভি