News update
  • Climate summit hears countries suffering from global warming      |     
  • How to Visit Saint Martin’s Island in This Tourist Season 2025-26     |     
  • Khulna-Mongla dream rail line struggles for freight flow     |     
  • Guterres Urges Fair, Fast, Final Shift to Clean Energy     |     
  • US Shutdown Triggers Over 1,000 Flight Cancellations     |     

ম্যাচসেরা তামিম, সিরিজসেরা মিরাজ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-02-08, 8:17am

609e31b1f3331ded420b9f11d2de24e2fda29d3effa7ff0b-a2f45c766082d10922e8c897416682931738981021.jpg




বিপিএলের ফাইনালে ২৯ বলে তামিমের রান ৫৪। ৯ চার ও এক ছক্কায় স্ট্রাইকরেট ১৮৬.২১। দুই ইনিংস মিলিয়ে তার চেয়ে বেশি স্কোর আছে আরও দুজনের (ইমন ৭৮ ও নাফে ৬৬), কিন্তু সেই দুজনের কারোর স্ট্রাইকরেটই তামিমের চেয়ে বেশি নয়। আর সেই দুজন আবার হারা দলের সঙ্গী। তাই ম্যাচসেরা হয়েছেন তামিম ইকবাল।

বিপিএলের ফাইনালে চিটাগং কিংসের দেওয়া ১৯৫ রানের লক্ষে খেলতে নেমে ফরচুন বরিশালকে দারুণ শুরুটা এনে দিয়েছিলেন তামিম ইকবালই। তার দারুণ শুরু এনে দেওয়ার ম্যাচে বরিশাল ৩ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয়েছে।

এবারের বিপিএলে ১৪ ম্যাচে ৪১৩ রান করেছেন তামিম। ৪ ফিফটির আসরে তার স্ট্রাইকরেট ১২৯.০৬। ম্যাচসেরা হওয়ায় তামিম পাবেন ৫ লাখ টাকা।

সিরিজসেরা খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শেষদিকে পজিশন পরিবর্তন করে ওপেনিংয়ে নামা মিরাজ খুলনার হয়ে ১৪ ম্যাচে ১৩২.৯৫ স্ট্রাইকরেটে করেছেন ৩৫৫ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৩ উইকেট। তার দল বাদ পড়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে। সিরিজসেরা হিসেবে মিরাজ পাবেন ১০ লাখ টাকা। সময়।