News update
  • Search for thousands buried under rubble in Gaza halts      |     
  • Hunger stalks Ethiopia as funding cuts halt UN aid agency support      |     
  • More Than 20 Killed in Attack on Tourists in Kashmir     |     
  • BUET to host country's 1st Renewable Energy Festival, Apr 23     |     
  • Gold price outpaces global market, now about Tk2 lakh a bhori     |     

চ্যাম্পিয়নস ট্রফির আগে আইসিসির প্রধান নির্বাহীর পদত্যাগ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-01-29, 7:50am

227ab9f5809f49c9b0c22a743be8c45db8e3535f1bda13b3-427406281db015973b0d68ad12686e5e1738115446.jpg




চার বছর দায়িত্ব পালনের পর আইসিসির প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন জিওফ অ্যালারডাইস। নতুন চ্যালেঞ্জ গ্রহণের ইচ্ছা প্রকাশ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জিওফ অ্যালারডাইসের পদত্যাগের খবর নিশ্চিত করেছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্রিকেট অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালনের পর ২০১২ সালে আইসিসিতে যোগ দেন অ্যালারডাইস। প্রথমে আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক হিসেবে কাজ করেন তিনি। ২০২১ সালের নভেম্বরে পূর্ণকালীন দায়িত্বে তিনি আইসিসির প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান। এর আগে আট মাস ছিলেন ভারপ্রাপ্ত দায়িত্বে।

হঠাৎ করে পদত্যাগের কারণ ব্যাখ্যায় অ্যালারডাইস এক বিবৃতিতে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা সম্মানের বিষয়। ক্রিকেটের বিশ্বব্যাপী প্রসার থেকে শুরু করে আইসিসি সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপনে আমরা যে ফলাফল অর্জন করেছি, তাতে আমি অবিশ্বাস্যভাবে গর্বিত।’

ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অ্যালারডাইস বলেন, ‘গত ১৩ বছর ধরে আমাকে সমর্থন ও সহযোগিতার জন্য আইসিসি চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং গোটা ক্রিকেট সম্প্রদায়কে ধন্যবাদ জানাতে চাই। আমি বিশ্বাস করি, পদত্যাগ করার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য সঠিক সময় এটিই। আমার দৃঢ় বিশ্বাস, ক্রিকেটের সামনে রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে এবং আইসিসি ও বিশ্ব ক্রিকেট সম্প্রদায়ের ভবিষ্যতের সাফল্য কামনা করি আমি।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব জয় শাহ গত ১ ডিসেম্বর আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার দুই মাসের মধ্যে সরে দাঁড়ালেন অ্যালারডাইস।

নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য অ্যালারডাইসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ।

তিনি বলেন, ‘প্রধান নির্বাহী হিসেবে নেতৃত্ব দেয়ায় ও তার নিবেদনের জন্য আইসিসি বোর্ডের পক্ষ থেকে জিওফকে (অ্যালারডাইস) আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমি। বিশ্বব্যাপী ক্রিকেটকে এগিয়ে নিতে তার প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার সেবার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

আইসিসি বিবৃতিতে বলেছে, অ্যালারডাইসের উত্তরসূরি নিয়োগ দিতে পরবর্তী পদক্ষেপ নেবে তারা।

আইসিসির পক্ষ থেকে অ্যালারডাইসের পদত্যাগের স্পষ্ট কারণ না জানানো হলেও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এক  প্রতিবেদনে লিখেছে, কিছু নিন্দনীয় কর্মকাণ্ডের কারণে হয়তো অ্যালারডাইস সরে দাঁড়িয়েছেন। বিশেষ করে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সূচি ও ভেন্যু চূড়ান্ত করতে দেরি করা এবং গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে বিশৃঙ্খলার জেরে তিনি পদত্যাগ করতে পারেন।