News update
  • Dhaka records unhealthy air quality on Sunday morning     |     
  • Govt letter to EC to hold election, referendum on same day     |     
  • COP30 boosts funding for at-risk nations but avoids firm fossil fuel terms     |     
  • When To Worry over Ceiling & Wall Cracks After An Earthquake      |     
  • Stock market rebounds, DSEX gains 166 points over week     |     

ভিসির বাসভবনের সামনে ঢাবি শিক্ষার্থীদের রাতভর অবস্থান

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-11-23, 8:26am

64e3527a4fb03512f7aa3f6e43f604937b68465a2b0af02f-3c17eee3650e27aa5cf5dd5ec9b87e061763864803.jpg




বাধ্যতামূলক হল বন্ধ ঘোষণা স্থগিত করে নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানসহ ৩ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনের সামনে রাতভর অবস্থান করেছে ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী।

শনিবার (২২ নভেম্বর) রাতে হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধের ঘোষণার প্রতিবাদে এমন সিদ্ধান্ত নেয় তারা।

ডাকসু নেতারা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করছে না অভিযোগ করে তারা বলেন, হুটহাট এই সিদ্ধান্তের নেপথ্যে কাজ করছে তৃতীয় পক্ষ।

এর আগে, ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে আবাসিক হলগুলো খালি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকলকে অনুরোধ জানানো হয়।