News update
  • Breast cancer cases projected to rise about 40% by 2050: WHO     |     
  • Amid shifting alliances, UNGA condemns Russia’s Ukraine War     |     
  • Unified Action Must to Revive Bangladesh’s Ailing Rivers: Rizwana     |     
  • France welcomes Foundation for Strategic & Development Study     |     
  • Countrywide combined night police patrols begin: Adviser     |     

গণ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত

ক্যাম্পাস 2025-02-24, 10:48pm

sharmin-s-murshid-adviser-for-women-and-children-affairs-addressing-the-4th-convocation-of-gono-biswabidyalaya-on-monday-24-feb-2025-4ddd029795b86d0e45c76991f849be381740415703.jpeg

Sharmin S Murshid, Adviser for Women and Children Affairs addressing the 4th convocation of Gono Biswabidyalaya on Monday 24 Feb 2025



সাভার (ঢাকা), ২৪: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ সাভারে গণ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধ-সহ সকল গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ও তাদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, গণ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে তোমরা যারা আজ ডিগ্রিপ্রাপ্ত হয়েছো তোমরা এক একটি হীরক খণ্ড। তোমাদের ভুলে গেলে চলবে না, ডায়মন্ড এবং কয়লা উভয়ই কার্বন হতে তৈরি । পার্থক্য হলো হীরার অণুতে কার্বনসমূহ সুশৃঙ্খলভাবে, আর কয়লার অণুতে কার্বনসমূহ বিশৃঙ্খল ভাবে থাকে।

তেমনি শৃঙ্খলা, সুদীর্ঘ সময় আর কঠিন অধ্যবসায় এই তিনের সমাহার ঘটলেই সফলতা অবশ্যাম্ভাবী। তিনি বলেন, তোমরা যেখানেই কাজ করো না কেন, দেশ ও জাতির পক্ষ থেকে তোমাদের দায়িত্ব অনেক।

শারমীন এস মুরশিদ বলেন, জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয় আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। ছাত্র-জনতার এই অভ্যুত্থান শুধু একটি আন্দোলন নয় বরং সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষের অদম্য ইচ্ছা শক্তির এক জলন্ত উদাহরণ। তিনি বলেন, সমাজ ব্যবস্থার উন্নয়নে তোমরা যারা আজ তরুণ প্রজন্ম, আগামী দিনে তোমাদেরকে আরেকটি যুদ্ধ করতে হবে। এ দেশকে একটি শোষণহীন, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার রাষ্ট্র গঠনে কাজ করতে হবে।

উপদেষ্টা আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে একটা নাজুক অবস্থা অতিক্রম করছে। রাজনৈতিক দলাদলি, পারস্পরিক সহনশীলতার অভাব, লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি প্রভৃতি অপসংস্কৃতি ও অপতৎপরতা পরিস্থিতি আরো ভয়াবহ আকারে দাঁড়িয়েছে। এসব পরিস্থিতি মোকাবেলার জন্য নির্বাচিত ছাত্র সংসদ দ্বারা ছাত্রদের নেতৃত্ব বিকাশের উদ্যোগ জরুরি। এজন্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ সুশৃঙ্খল হতে হবে বলে তিনি উল্লেখ করেন।

গণ বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, ট্রাস্টি বোর্ডের সম্মানিত ট্রাস্টি ও সমাবর্তন বক্তা ডা. আবুল কাশেম চৌধুরী, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর মোঃ তানজীমউদ্দিন খান এবং গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ওয়ালিউল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন। - তথ্যবিবরণী