News update
  • Vandalism across Bangladesh to be resisted: Govt     |     
  • Vandalism at Dhanmondi-32 hould strongly be condemned: Delhi     |     
  • Hasina’s provocative remarks fueled Dhanmondi-32 attack: Govt     |     
  • Ex-president Abdul Hamid’s Kishoreganj house set on fire     |     
  • It’s official: January was the warmest on record     |     

২০২৭ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-02-06, 10:41pm

retertert-4c4d5d9b3c31062bab32d04cdfd41a3d1738860106.jpg




২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন প্রকাশ করা হয়েছে। ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

একইসঙ্গে ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বিষয় কাঠামো, মূল্যায়ন নির্দেশনা, নম্বর বিভাজন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এনসিটিবির ওয়েবসাইটে এই সিলেবাস ও মানবণ্টন প্রকাশ করা হয়।

জাতীয় শিক্ষাক্রম ২০১২-এর ভিত্তিতে ২০২৫ শিক্ষাবর্ষ থেকে এ শিক্ষাক্রম কার্যকর হয়েছে। এরই আলোকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির বিষয় কাঠামো, নম্বর, সময়বণ্টন ও মূল্যায়ন পদ্ধতি প্রকাশ করা হয়েছে।

একইসঙ্গে এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজনও প্রকাশ করেছে এনসিটিবি।