News update
  • Turk warns DR Congo crisis may worsen, without inte’l action     |     
  • Govt working with security forces to keep law, order: Prof Yunus     |     
  • Vandalism across Bangladesh to be resisted: Govt     |     
  • Vandalism at Dhanmondi-32 hould strongly be condemned: Delhi     |     
  • Hasina’s provocative remarks fueled Dhanmondi-32 attack: Govt     |     

স্নাতক ভর্তিতে আর্থিক সহায়তার আবেদন শুরু বৃহস্পতিবার

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-02-05, 6:10pm

img_20250205_181028-2fd08d277c16eee5939498af61019ffa1738757456.jpg




স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে আর্থিক সহায়তা পেতে শিক্ষার্থীদের আবেদন শুরু হবে আগামীকাল ৬ ফেব্রুয়ারি থেকে। আবেদন চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সংক্রান্ত চিঠি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 

স্নাতক ও সমমান পর্যায়ে ভর্তিতে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এই আর্থিক সহায়তা দেবে প্রধান উপদেষ্টার শিক্ষা সহায়তা ট্রাস্ট।

চিঠিতে বলা হয়েছে, ভর্তি সহায়তা পেতে শিক্ষার্থীকে নির্ধারিত লিংকে প্রবেশ করে (http://www.eservice.pmeat.gov.bd/admission/) অনলাইনে আবেদন করতে হবে। ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে শিক্ষার্থীকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করার জন্য বলা হয়েছে। 

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণ ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা-২০২০ অনুসারে ২০২৩-২৪ অর্থবছর ভর্তি সহায়তা দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটের ভর্তি সহায়তা সেবা বক্সে আপলোড করা ফরম ডউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে সে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের কাছ থেকে সুপারিশ নিয়ে আবেদন করতে হবে। 

জানা গেছে, জাতীয় বেতন স্কেলে ১৩ থেকে ২০তম গ্রেডের সব কর্মচারীর সন্তানকে আবেদন পত্রের সঙ্গে অভিভাবকের অফিস প্রধানের দেওয়া বেতন গ্রেডের প্রত্যয়ন সংযুক্ত করতে হবে। অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের দেওয়া শিক্ষার্থীর বাবা-মা অভিভাবকের বাৎসরিক আয় দুই লাখ টাকার কম বলে প্রত্যয়ন সংযুক্ত করতে হবে। 

প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান ও নদী ভাঙন ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানের সন্তানদের ভর্তি সহায়তা পেতে অগ্রাধিকার পাওয়ার জন্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। ভর্তি সহায়তার আবেদনের সঙ্গে সব শিক্ষার্থীকে সর্বশেষ শ্রেণির পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র সংযুক্ত করতে হবে। আরটিভি