News update
  • WHO Calls for Immediate Rollout of HIV Prevention Jab     |     
  • Rooppur NPP’s Digital Operator Asst in Russia starts trial      |     
  • Israeli strikes kill 43, including children, in Gaza     |     
  • WFP Deputy Chief Warns of Deepening Crisis in Gaza     |     
  • UN Warns Gaza Fuel Crisis Threatens Humanitarian Collapse     |     

লঘুচাপ ও ভারি বৃষ্টির প্রভাবে ৭২ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

গ্রীণওয়াচ ডেস্ক কৃষি 2025-07-11, 7:05pm

ae1c5b5198921dc289a623f2f80d23e4f137150c9c052d23-dd52d93fa20aae9e022e44df51c633eb1752239109.jpg




দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং উপকূলীয় অঞ্চলে ভারি বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন জেলায় ৭২ হাজারেরও বেশি হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) কৃষি সম্প্রসারণ অধিদফতরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতার কারণে আউশ, আমন বীজতলা, বোনা আমন, পাট, শাকসবজি, ফলবাগান, পান ও তরমুজসহ বিভিন্ন ফসলের ক্ষেত ডুবে গেছে।

কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও শরীয়তপুরসহ ২১টি জেলায় মোট ৭২ হাজার ৭৬ হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে তলিয়ে গেছে।

এর মধ্যে কুমিল্লায় ১১ হাজার ৫৯০ হেক্টর, নোয়াখালীতে ৭ হাজার ৮০৬ হেক্টর এবং ফেনীতে ১ হাজার ৬৫৫ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।

তবে বৃষ্টিপাত কমে যাওয়ায় এ হার আস্তে আস্তে কমছে বলে জানা গেছে।