News update
  • Children in Gaza ‘going to bed starving’ amid blockade     |     
  • Plague of rats, insects latest challenge for war-torn Gazans     |     
  • Guterres tells UNSC two-State option near point of no return     |     
  • 14-year-old Suryavanshi smashes record-breaking T20 century     |     
  • If the US Nuclear Umbrella Collapses, Will it Trigger a Euro-Bomb?     |     

কলাপাড়ায় পুষ্টিবাগান বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কৃষি 2025-04-29, 11:52pm

a-training-of-farmers-on-nutrition-garden-was-held-in-kalapara-on-tuesday-29-april-2025-a08bded713bf370bf565a1a3a89b2a1d1745949151.jpg

A training of farmers on nutrition garden was held in Kalapara on Tuesday 29 April 2025.



পটুয়াখালী:  পটুয়াখালীর কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ মৌসুমে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায়  পারিবারিক পুষ্টিবাগান বিষয়ক দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আরাফাত হোসেন এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

কৃষি অফিসের হলরুমে, কৃষক প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে তাদেরকে ফলের চারা এবং সবজির বীজ দেওয়া হবে। - গোফরান পলাশ