News update
  • Two Mild Quakes Jolt Dhaka; Epicentres Traced to Badda     |     
  • Bangladesh earthquake death toll rises to 10; scores injured     |     
  • CA for Armed Forces' efficient role to ensure smooth, festive polls     |     
  • Tarique Rahman calls for urgent disaster preparedness after quake     |     
  • UN Unveils UN80 Action Plan to Drive System-Wide Reforms     |     

লঘুচাপ ও বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-11-22, 4:46pm

rtertwerwer-720f3496712886ad77f75bfb3ae20ded1763808370.jpg




দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশে এর তেমন একটা পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এতে আরও বলা হয়, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, লঘুচাপটি বাংলাদেশের উপকূলে আঘাত না-ও হানতে পারে। এটি ভারতের ওড়িশা, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে দেশের আবহাওয়ার বড় ধরনের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।

বৃষ্টিপাত: আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

কুয়াশা: ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রা: সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূর্যোদয় ও সূর্যাস্ত: আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ১৯ মিনিটে।