News update
  • Nepal lifts social media ban after 19 killed in protests     |     
  • DU VC vows maximum transparency in Tuesday's DUCSU elections     |     
  • UN Pledges Support After Deadly Nepal Protests     |     
  • 19 dead in Nepal as Gen Z protests at graft, social media ban     |     
  • Nepal Police fire on protesters outside parliament, killing 10     |     

বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-09-07, 1:10am

img_20250907_010747-056dda721aef770e1ad4b8b3b3f356fc1757185824.jpg




মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশেই কমেছে বৃষ্টি। এতে দেশের বিভিন্ন স্থানে ভ্যাপসা গরম পড়ছে। তবে এবার বৃষ্টি নিয়ে নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস বলছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টায় বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের দক্ষিণ রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কিছুটা কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ (শনিবার) সন্ধ্যা থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কিছু স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

আগামীকাল রোববার একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। তবে সোমবার থেকে সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার রংপুর ও সিলেটের অনেক স্থানে এবং রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঢাকা, খুলনা ও বরিশালের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে ৮ সেপ্টেম্বরের পর দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।