News update
  • Dhaka rejects India's statement on incident at BD HC residence, New Delhi      |     
  • Stocks end lower; trading falls at DSE, improves at CSE     |     
  • No need to be kind to election disruptors: EC to law enforcers     |     
  • No Media Faced Arson Attacks in 53 Years: Mahfuz Anam     |     
  • Janaza of six Bangladeshi peacekeepers held at Dhaka Cantonment     |     

শেয়ারবাজার পতনে শুধু কর-ভ্যাটকে দায়ী করা ঠিক হবে না

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2023-02-15, 9:43pm

resize-350x230x0x0-image-212145-1676468631-f5af0fbca75ec8de9a88be9f0eaa2bf51676475796.jpg




এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, শেয়ারবাজার দরপতনের জন্য শুধু কর-ভ্যাটকে দায়ী করা হলেও তা পুরোপুরি ঠিক নয়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সিলেটে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে নগরীর একটি হোটেলে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট উপলক্ষে প্রাক-বাজেট আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, কালো টাকা সাদা করার জন্য শেয়ারবাজার মাধ্যম হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে আরও সাবধানতা অবলম্বন করা উচিত। শেয়ারবাজার দরপতনের জন্য ভ্যাট ও কর ছাড়া অন্য কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে হবে।

আলোচনায় ব্যবসায়ী নেতারা বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। বিশেষ করে অর্জিত লভ্যাংশের ওপর আরোপিত কর হ্রাস করে ১৫ শতাংশ নির্ধারণ করার অনুরোধ করেন। এ ছাড়া লিস্টেড ও নন-লিস্টেড কোম্পানির করপোরেট কর ২ দশমিক ৫ শতাংশ হ্রাস করার প্রস্তাব দেন ব্যবসায়ী নেতারা।

সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি) মো. মাসুদ সাদিক, সদস্য (আয়কর নীতি) ড. সামস উদ্দিন আহমেদ ও সদস্য (মূসক নীতি) জাকিয়া সুলতানা।

এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন ও সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেনসহ সিলেট বিভাগের চারটি চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির ব্যবসায়ীরা।

অভ্যন্তরীণ সম্পদ আহরণের ওপর গুরুত্ব দিয়ে সভায় বক্তারা বলেন, স্মার্ট, স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গঠনে অভ্যন্তরীণ সম্পদ আহরণের গুরুত্ব অপরিসীম। যেখানে ১৯৭২-৭৩ অর্থবছরে আহরিত রাজস্ব ছিল ১৬৬ কোটি টাকা, ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২ হাজার কোটি টাকা। তথ্য সূত্র আরটিভি নিউজ।