News update
  • Western Support for Israel Faces Growing Strains     |     
  • Nepal lifts social media ban after 19 killed in protests     |     
  • DU VC vows maximum transparency in Tuesday's DUCSU elections     |     
  • UN Pledges Support After Deadly Nepal Protests     |     
  • 19 dead in Nepal as Gen Z protests at graft, social media ban     |     

কলাপাড়ায় লামিয়া হত্যাকান্ড হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করুন

অপরাধ 2025-09-03, 10:39pm

a-demand-was-raised-on-wednesday-to-identify-the-real-culprits-in-lamia-murder-in-kalapara-and-give-ordinary-villagers-respite-on-wednesday-7f02ae0075845c53f7e0932182e1ce691756917563.jpg

A demand was raised on Wednesday to identify the real culprits in Lamia murder in Kalapara and give ordinary villagers respite on Wednesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে লামিয়া হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের চিহ্নিত এবং নিরীহ গ্রামবাসীদের মিথ্যা মামলা থেকে মুক্তির দাবি জানিয়ে  সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বুধবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন উপজেলার মঞ্জুপাড়া গ্রামের জায়েদা বেগম। 

লিখিত বক্তব্য তিনি বলেন, গত ৩০ জুন লামিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে তার মরদেহ বাড়ির সামনে ঝুলিয়ে রাখা হয়।  লামিয়ার মা  হালিমা বেগমের সহযোগিতায় ওই হত্যা হলেও এ মামলায় আসামী করা হয় পার্শ্ববর্তী ইউনিয়নের জয়নাল মৃধা, তাইফুর রহমান, সুজন, হাসানকে।

তিনি বলেন, পূর্ববিরোধকে কেন্দ্র করে প্রকৃত ঘটনা কে আড়াল করতে এ নিরীহ গ্রামবাসীদের হত্যা মামলায় আসামী করা হয়েছে। 

জায়েদা বেগম দাবি করেন, হালিমা বেগমের অনৈতিক কর্মকাণ্ড তার মেয়ে লামিয়া দেখে ফেললে অভিযুক্তরা লামিয়াকে হত্যা করে নিরীহ মানুষের নামে মামলা দায়ের করে। 

তিনি লামিয়া হত্যার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত এবং মামলার সঠিক তদন্তের জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন এবং নিরীহ গ্রামবাসীদের মামলা থেকে মুক্তির দাবি জানান। - গোফরান পলাশ